পদ্মা সেতুর উদ্বোধনের দিনটিকে মুক্তিযুদ্ধের পর সবচেয়ে আনন্দের দিন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আজকের দিনটি সব বাঙালির জন্য অত্যন্ত আনন্দের। আমি মুক্তিযুদ্ধ দেখেছি। মুক্তিযুদ্ধের পর মানুষের মধ্যে যে আনন্দ-উল্লাস ছিল, দীর্ঘ ৫০ বছরের পথচলায় বাঙালি যেন আজ আবার সেই একই রকম আনন্দ-উল্লাস করছে।’
আজ শনিবার সকালে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন হাছান মাহমুদ। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদ্মা সেতুর উদ্বোধন হওয়ায় ব্যক্তিগত অনুভূতি ব্যক্ত করতে গিয়ে হাছান মাহমুদ বলেন, ‘ছোটবেলায় ১১–১১ বছর বয়সে মাঠের কোণে দাঁড়িয়ে বা বাড়ির ছাদ থেকে ঈদের চাঁদ দেখতাম। তখন যে আনন্দ হতো, আজকের আনন্দ ঠিক সে রকম। দেশের সব মানুষ আজ খুশি। যদি সুযোগ থাকত, দেশের সব মানুষ এখানে এই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হতো।’
‘বাঙালি হার না মানা জাতি’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা যে হার মানি না, সব ষড়যন্ত্রকে ছিন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দেখিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু যেমন স্বাধীনতা এনে দিয়েছেন, বঙ্গবন্ধুকন্যাও দেখিয়ে দিয়েছেন তাঁর নেতৃত্বে বাঙালি মাথা নত করে না। সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে বাঙালি মাথা উঁচু করেই চলতে পারে। সব প্রতিকূলতা জয় করে লক্ষ্যে পৌঁছাতে পারে।’