চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আয় হয়েছে ৯৭৯ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে আয় ২৮ কোটি টাকা বেশি। এই অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৯৫১ কোটি টাকা। নিয়মিত বন্ডেড ওয়্যারহাউস পরিদর্শন ও নজরদারির কারণে এ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে বলে জানান বন্ড সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম বন্ড কমিশনারেটের তথ্য মতে, ২০২১-২২ অর্থবছরে ৯৫১ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে চট্টগ্রাম বন্ড কমিশনারেটে ৯৭৯ কোটি টাকার রাজস্ব আয় করেছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৮ কোটি টাকা বেশি। এর আগের অর্থবছরে ৬৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আয় ছিল ৮০১ কোটি টাকা। ২০২১-২২ অর্থ বছরে পূর্ববর্তী বছরের চেয়ে ১৭৮ কোটি টাকা বেশি আয় হয়েছে। সেক্ষেত্রে প্রবৃদ্ধির হার ২২ দশমিক ২২ শতাংশ।
চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার এ কে এম মাহবুবুর রহমান জানান, নিয়মিত বন্ডেড ওয়্যারহাউস পরিদর্শন ও নজরদারির কারণে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে। এছাড়া প্রতিরোধমূলক তৎপরতার মাধ্যমে ২০৯ কোটি টাকার রাজস্ব এসেছে, যা আহরিত মোট রাজস্ব আয়ের ২১ দশমিক ৩৪ শতাংশ। পাশাপাশি আলোচ্য সময়ে অডিটের মাধ্যমে প্রাথমিকভাবে ৩ হাজার ১৬৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটিত হয়েছে, যার বিপরীতে ইতোমধ্যে দাবিনামা সম্বলিত কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
কমিশনার জানান, ২০২১ সালের ১ জুলাই হতে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ৯১ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের কাছ থেকে ২২০ কোটি ৬৫ লাখ টাকার মামলা করা হয়। যার মধ্যে ২০৯ কোটি ২৬ লাখ টাকা আদায় করা হয়েছে। এছাড়া একই সময়ে ৫০ টি প্রতিষ্ঠানের ৩ হাজার ১৪৮ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়ার বিষয়টি উদঘাটিত হয়েছে।
লক্ষ্যমাত্রার চেয়ে আয় ২৮ কোটি টাকা বেশি
নিজস্ব প্রতিবেদক |
প্রকাশ : ২ জুলাই, ২০২২ ১১:৩৯ : অপরাহ্ণ |
বিভাগ : অন্যান্য
376 বার