বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিহত ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিন

কক্সবাজারের খুরুশকুলে আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে ফয়সাল উদ্দিন (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৩ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে খুরুশকুলের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা সংঘটিত হয়।

নিহত ফয়সাল ওই ইউনিয়নের কাউয়ারপাড়া এলাকা মৃত লাল মোহাম্মদের ছেলে। তিনি কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শেখ মুনীরুল গিয়াস বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এর আগে হামলার ঘটনা ঘটে যায়।