বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তিযোদ্ধা পরিবারবর্গের উদ্যোগে জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধকালীন পূর্বাঞ্চল জোনের চেয়ারম্যান, চট্টগ্রাম শহর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অন্যতম সদস্য জহুর আহমদ চৌধুরীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের উদ্যোগে স্মরণ সভা গতকাল শনিবার সকাল ১১টায় নগরীর দামপাড়াস্থ সাইয়দা নিবাসে সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন ও মহাসচিব উওম কুমার বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক লীগের সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. শফর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগরের আইন বিষয় সম্পাদক ও চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমূল চৌধুরী।

এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহাফুজ, বীর মুক্তিযোদ্ধা মো. খোরশেদ, মো. সওকত মাসুম, মো. মনজু, নওশাদ সেলিম, মো. নূর হোসেন দুলাল, মো. সৈয়দ, মো. মোরশেদ, পরেশ দেবনাথ, মো. রিপাত, চৈতী বসু, রক্সী জাহান, বিএলএফ রনী সরকার, মো. দিদার প্রধান, পিকলু, মো. বেলাল, দেলোয়ার হোসেন, জাহেদ হোসেন, মো. হাবিব, সোহাগ হোসেন, মিঠুন দাস, মো. শফিকসহ প্রমুখ।

সভা শেষে মরহুমের কবর জেয়ারত এবং পুস্পমালা দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন ও আত্মার শান্তি কামনা করেন সর্বস্তরের নের্তৃবৃন্দ।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট