সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও গুরুতর আহতদের তালিকা হতে ৪০টি পরিবারকে জনপ্রতি ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন।
গতকাল শনিবার বিকালে চট্টগ্রাম লেডিজ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় বক্তব্য রাখেন সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের সহ-সভাপতি এবং এডমিন (চ্যারিটি) ক্যাপ্টেন আতিক খান, চট্টগ্রাম জেলা প্যানেলের কো-অর্ডিনেটর ডা. আবদুর রব মাসুম, ক্যাপ্টেন ফিরোজ মোস্তফা এবং ইস্টার্ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন মুকুট।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্না চৌধুরী, বশির উদ্দিন আহমদ, মোরশেদুল আলম, কামাল উদ্দিন, নুরুন নবী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন এর বিভিন্ন জনকল্যাণমুখী কার্যক্রম তুলে ধরেন এবং ফাউন্ডেশনের দাতাবন্ধু, শুভাকাক্সক্ষী এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।
ফাউন্ডেশন সহ-সভাপতি এবং এডমিন আতিক খান জানান, গত ২ বছর ধরে সংগঠনটি বন্যা, শীত, রমজান মাসসহ পুরো বছর জুড়েই বিভিন্ন সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই সংগঠন এর উদ্যোক্তা মোস্তাক আহমেদ ইমন এবং বর্তমানে বিশ্বজুড়ে এর সদস্য সংখ্যা প্রায় ১৭ হাজার।
এছাড়া সম্প্রতি বন্যায় ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকরা সিলেট, জৈন্তাপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনাসহ বিভিন্ন এলাকায় কয়েকশো পরিবারের প্রায় ২ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন।
সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের পরবর্তী ইভেন্টগুলো হল, মৌলভীবাজার এবং কুড়িগ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ এবং সিলেটে কিছু পরিবারের জন্য গৃহ নির্মাণ আর পুনর্বাসনের কাজ।