নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার সাতবাড়ীয়া বরহম পাড়া ( প্রকাশ-নয়া পাড়া) এলাকায় ১০ই আগষ্ট বুধবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অল্প সময়ে বসতবাড়ি, ধানের গুদাম ঘর,গোয়াল ঘর, গরু ও ছাগলসহ পুঁড়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী আনসার উল্লাহ মোহাম্মদ আরমান বলেন, আনুমানিক রাত ১ঃ১০ মিনিটে বাড়ির সব লোকজন যখন ঘুমে মগ্ন ঠিক তখনই কে বা কারা আমাদের বসতবাড়ীতে আগুন লাগিয়ে দিলে বসতঘর,গোয়াল ঘর,ধানের গুদাম ঘর,গরু ও ছাগল সহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়, যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ২ লক্ষ টাকা।
ভুক্তভোগী আনসার উল্লাহ মোহাম্মদ আরমান আরো বলেন, এর আগেও একাধিক বার কে বা কারা শত্রুতার জেরে আমাদের পুকুরে রাত্রি বেলা বিষ দিয়ে পুকুরের সকল মাছ মেরে ফেলে,আমাদের গাছবাগানের সকল গাছ ডাকাতি করে নিয়ে যায় আমরা প্রশাসনের কাছে তার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।
ঘটনার সঠিক তদন্তে কাজ করছে চন্দনাইশ থানা পুলিশ