বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঙা তুরস্কের অর্থনীতি, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বাড়ছেই

আন্তর্জাতিক :

সারা বিশ্বে যেখানে রিজার্ভ নিয়ে টালমাটাল ঠিক তখনই তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। গত ৫ আগস্ট শেষ হওয়া সপ্তাহে সেন্ট্রাল ব্যাংক অব দ্য রিপাবলিক অব তুর্কির রিজার্ভ ১১ দশমিক ৮১ বিলিয়ন মার্কিন ডলারে গিয়ে ঠেকেছে।

বার্তা সংস্থা রয়টার্স ও বিজনেস রেকর্ডারের প্রতিবেদনে বলা হয়, এসময়ে তুর্কি কেন্দ্রীয় ব্যাংকটির রিজার্ভ বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৭ বিলিয়ন ডলার। সাপ্তাহিক ভিত্তিতে গত মে মাসের পর যা সর্বোচ্চ। বৃহস্পতিবার (১১ আগস্ট) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

করোনা অভিঘাতের রেশ না কাটতেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আঘাত। পরিপ্রেক্ষিতে টালমাটাল বিশ্ব অর্থনীতি। এতে দেশে দেশে মূল্যস্ফীতি বেড়েছে। সেই সঙ্গে ডলারের বিপরীতে মুদ্রার মান কমেছে।

ব্যতিক্রম নয় লিরাও। প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে তুর্কি মুদ্রারও দরপতন হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডলারের বিরুদ্ধে ২৭ শতাংশ দর হারিয়েছে লিরা। এতে তুরস্কে ডলার সঙ্কট দেখা দেয়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন ব্যাংক ও খোলাবাজারে তা সরবরাহ করে তুর্কি কেন্দ্রীয় ব্যাংক। ফলে রিজার্ভ কমে যায়।

সাপ্তাহিক ভিত্তিতে গত ১৫ এপ্রিল পর্যন্ত সেন্ট্রাল ব্যাংক অব দ্য রিপাবলিক অব তুর্কির নিট রিজার্ভ দাঁড়ায় ১৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার। পরে তা ওঠা-নামা করতে করতে গত ১৮ জুলাই ৬ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছে।

এরপরই বৈদেশিক মুদ্রা বাড়াতে মনোযোগ দেয় প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান প্রশাসন। ফলে প্রধান আন্তর্জাতিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পায়। আগের সপ্তাহে তা বেড়ে দাঁড়ায় ৯ দশমিক ১২ বিলিয়ন ডলারে। ওই সময়ে তা বাড়ে ২ দশমিক ৪ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, প্রতি সপ্তাহে রিজার্ভের হালনাগাদ তথ্য প্রকাশ করে সেন্ট্রাল ব্যাংক অব দ্য রিপাবলিক অব তুর্কি।