বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শুক্রবার মৃত্যু হলে কী জান্নাত পাওয়া যায়

প্রত্যেক জীবিত প্রাণিকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ তায়লা পবিত্র কুরআনে বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে৷ আর আমি ভালো ও মন্দ অবস্থার মধ্যে ফেলে তোমাদের সবাইকে পরীক্ষা করছি, শেষ পর্যন্ত তোমাদের আমার দিকে ফিরে আসতে হবে৷ (সুরা আম্বিয়া, আয়াত- ৩৫)।

কিন্তু মৃত্যু কোন দিন হলে ভালো বা বিশেষ কোনো দিনে মৃত্যু হলে কি হয়, তা নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত রয়েছে। বিশেষ করে শুক্রবারে মৃত্যু হলে অনেকেই সেটিকে খুব ভালো বলে মনে করেন।

অনেকে বলেন, শুক্রবার জান্নাতের দরজা খুলে দেয়া হয়, তাই এদিন কেউ মৃত্যুবরণ করলেই বিনা হিসেবে জান্নাতে যাবেন। কিন্তু এ মর্মে কোনো দলিল কুরআন বা হাদিস কোথাও খুঁজে পাওয়া যায় না।

বরং এর কাছাকাছি একটি হাদিস পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যেকোনো মুসলমান জুমার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে; নিশ্চয় আল্লাহ তায়লা তাকে কবরের ফেতনা থেকে বাঁচিয়ে রাখবেন (তিরমিজী, হাদিস নং: ১০৯৫, মিশকাত, হাদিস নং: ১৩৬৭)।