বৃহস্পতিবার , ১৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিএমপি বাকলিয়া থানায় ” ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

সিএমপি’র বাকলিয়া থানায় “ওপেন হাউজ ডে ”  অনুষ্ঠিত হয়েছে।

১৩ আগষ্ট ‘ওপেন হাউজ ডে’ তে সভাপতিত্ব করেন বাকলিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আবদুর রহিম। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বাকলিয়া থানার কমিউনিটি পুলিশের আহবায়ক জনাব হাজী মোহাম্মদ ইসহাক, কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব জনাব মোঃ হারুন অর রশিদ, কল্পলোক আবাসিকের (২য় পর্যায়) সভাপতি জনাব এটিএম আবু তাহের চৌধুরী’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৩০০ (তিনশত) জনসাধারণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই শতভাগ জবাবদিহিতা নিশ্চিতকল্পে যথারীতি বিগত ওপেন হাউজ ডে’তে আগত জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে সংশ্লিষ্ট থানা তথা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন সেই সংক্রান্তে একটি বিবরণী (মিউনিট)  আগত সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়।

পরবর্তীতে থানা এলাকার উপস্থিত জনসাধারণ অনুষ্ঠানের সভাপতির নিকট এলাকার বিভিন্ন বিষয়ে তাদের সমস্যা তুলে ধরলে অফিসার ইনচার্জ, বাকলিয়া থানা উত্থাপিত সকল সমস্যার সমাধানকল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। যার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য “ওপেন হাউজ ডে” তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে। ওপেন হাউজ ডে অনুষ্ঠান শেষে দুপুর ১৩.৩০ ঘটিকার সময় ওপেন হাউজ ডে অনুষ্ঠানের সভাপতি-অফিসার ইনচার্জ, বাকলিয়া থানা এলাকায় বসবাসরত নাগরিকদের যথাযথভাবে সংশ্লিষ্ট বিট অফিসারদের মাধ্যমে নাগরিক তথ্য ফরম সংগ্রহ পূর্বক পূরণ করে থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।