বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খেলতে গিয়ে পাঁচতলা থেকে লাফ, চাকতাই খালে প্রাণ গেলো দুই শিশুর

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে খেলতে খেলতে পাঁচতলা ভবন থেকে চাকতাই খালে লাফিয়ে পড়া দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় জোয়ারের সময় খাতুনগঞ্জের সোনামিয়ার বিল্ডিং থেকে লাফ দিলে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন- বাকলিয়া থানাধীন মহাজন পাড়া এলাকার আলী আহমেদের ছেলে মামুন (১৮) ও একই এলাকার মাহবুব উদ্দিনের ছেলে হৃদয় (১৩)।

বাকলিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘গোসল করার সময় তারা পাশের একটি পাঁচ তলা ভবনের ছাদ থেকে খেলার ছলে খালে লাফ দেয়। এতে তারা খালের কাদার আটকে ও আঘাত পেয়ে মারা যায়। ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।’

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, দুপুরের দিকে চাক্তাই খালের ওই এলাকায় জোয়ারের পানি লাফ দিয়ে রিদয় ও মামুন নামের দুজন নিখোঁজ হন। পরে বিকেলে চারটার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।