নিজস্ব প্রতিবেদক :
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস’২২ উদযাপন উপলক্ষে, চট্রগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে ৫০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে।
শনিবার (১৩ই আগষ্ট) সকালে সরকারি সিটি কলেজ ছাত্রলীগের উদ্যোগে এবং যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিটের সহযোগিতায় এ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক আহম্মদ সোবহান এর সভাপতিত্বে, কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ ড. সুদীপা দত্ত। এসময় তিনি বলেন, একজনের রক্তের বিনিময়ে অন্য জনের জীবন বেঁচে যেতে পারে। তাই জীবন বাঁচাতে সবাইকে নিয়মিত রক্ত দানে আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের ছাত্রলীগের (দিবা ও বৈকালিক) শাখার আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ।