নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সোমবার (১৫ আগস্ট) সকাল ১০ টার দিকে চকবাজার প্রতিষ্ঠানটির হল রুমে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রিমা ট্রাস্টের সেক্রেটারি ও চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিব রহমত উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রিমা ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাবেক উপসচিব গোলাম হোসেন। এর আগে উদ্ভোদনী বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ সিকান্দার মেহেদী।
সহকারী শিক্ষক শামীম উদ্দিনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক কাজী মোহাম্মদ আবু সুফিয়ান, মিসেস সুমিতা গুপ্তা, মিসেস নুসরাত জাহান, মিসেস সানজিদা ইয়াসমিন প্রমুখ। এছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরাও বঙ্গবন্ধু ও শোক দিবসের উপর বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে শ্রেণিভিত্তিক তিনটি বিভাগে ‘বঙ্গবন্ধু ও স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণর করেন অতিথি।