নিজস্ব প্রতিবেদক:
চট্রগ্রামে চান্দগাঁও থানাধীন, গাউছিয়া কমিটি বাংলাদেশ, খলিফা পাড়া ইউনিট শাখা সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
“শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সৃজনশীল মন মানসিকতা গড়ে তোলার বিকল্প নেই” জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বক্তারা।
সোমবার (১৫ই আগষ্ট) নগরীর চান্দগাঁও থানার খাজা রোডস্থ পূর্ব ষোলশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ খলিফা পাড়া ইউনিট শাখা ও ইসলামী তরুণ পরিষদ উদ্যোগে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদেরকে নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে গাউসিয়া কমিটি বাংলাদেশ খলিফা পাড়া ইউনিট শাখার সভাপতি জনাব মোহাম্মদ নুরুল হক মানিক এর সভাপতিত্বে ও ইসলামী তরুণ পরিষদ এর সভাপতি মোহাম্মদ জমিরুল আলম রাহেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব ষোলশহর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব ষোলশহর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর পরিচালনা পরিষদের সেক্রেটারী মোহাম্মদ আনিসুল ইসলাম হিরু, পূর্ব ষোলশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহরিয়ার চৌধুরী, ইসলামী তরুণ পরিষদের সাধারন সম্পাদক এম. জে. মামুন। তাছাড়া মোহাম্মদ খোরশেদুল আলম সাকিব, মোহাম্মদ সানি, মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ অপি, মোহাম্মদ মেহেদী হাসান, কাজী তারেক মুরাদ, মোহাম্মদ জামশেদ, মোহাম্মদ রকিব, মোহাম্মদ শাওন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ হিমেল, মোহাম্মদ সাইফুল রহমান (হৃদয়), মোহাম্মদ ইমন, মোহাম্মদ আরফাত, মোহাম্মদ তাহসিন সহ আরো অন্যান্য।
সার্বিক সহযোগিতায় ছিলেন পূর্ব ষোলশহর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং সার্বিক পরিচালনায় ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ও ইসলামী তরুণ পরিষদ এর কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।