বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শোকাবহ আগস্ট: চট্টগ্রামে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ

জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা, শোক র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চট্টগ্রামে পালন করা হচ্ছে জাতীয় শোক দিবস।
সোমবার (১৫ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যম দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম।
এরপর জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় শোক র‌্যালি।

এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, পুলিশের ডিআইজি আনোয়ারা হোসেন, জেলা প্রশাসক মো. মোমিনুর রহমান, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়।

পরে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসন সহ সরকারের বিভিন্ন দফতর, অধিদফতরের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।