বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে জ্বালানি তেলের ৩৭ শতাংশ খাজনা মওকুফের দাবিতে মানববন্ধন।

জ্বালানি তেলে ৩৭ শতাংশ খাজনা মওকুফ করো গরিব-মধ্যবিত্তদের বাঁচতে দাও- এ স্লোগান সামনে রেখে মানববন্ধন করেছে গরিব-মধ্যবিত্ত শ্রেণির জনতা।
মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, করোনা-লকডাউন, বন্যা, ডলারের মূল্যবৃদ্ধির কারণে এমনিতেই দেশের অর্থনীতি ভালো নেই। সব কিছুর দাম বাড়তি। মূল্যস্ফীতিতে দেশের প্রতিটি জনগণ দিশেহারা।
কিন্তু এর মধ্যে হঠাৎ করে মড়ার ওপর খাঁড়ার ঘা’র মতো খবর অতি উচ্চহারে বৃদ্ধি করা হলো জ্বালানি তেলের মূল্য। তাই অবিলম্বে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার আহবান জানান তারা।