চট্টগ্রাম নগরে ভোরের ঝড়ো হাওয়ায় জামালখান সড়কের বিভাজকের (ডিভাইডার) একটি বড় কৃষ্ণচূড়া গাছ ভেঙে গেছে। পরে সিটি করপোরেশনের লোকজন গাছটি কেটে সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে গাছটি ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ো হাওয়ার মধ্যে বিকট শব্দে গাছটি ভেঙে পড়ে।
এ সময় সৌন্দর্যবর্ধনের ফুলের টব, লোহার ঘেরা ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহতের ঘটনা ঘটেনি।