নিজস্ব প্রতিবেদক:
২০১৫ সালে চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাটির মসজিদের বোমা হামলা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জমিয়তুল মোজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ৫ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৭ আগস্ট) সকালে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম এই রায় দেন। সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মনোরঞ্জন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, আদালত ৫ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আসামিরা হলেন- এম সাখাওয়াত হোসেন, আবদুল মান্নান, রমজান আলী, বাবলু রহমান ও আবদুল গাফফারের। তারা সবাই জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। এরমধ্য সাখাওয়াত পলাতক। বাকীরা কারাগারে রয়েছেন।