নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১০ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী ক্যাডার গিট্টু মানিক।
১৭ আগষ্ট বুধবার চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার সাজ্জাদের অন্যতম সহযোগী ক্যাডার মানিক প্রঃ গিট্টু মানিক-কে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ।
দুর্ধর্ষ এই সন্ত্রাসীর বিরুদ্ধে বায়েজিদ থানার মামলা নং- ৪(৭)১১, জি আর ৫৬৯/১১, ধারা- অস্ত্র আইনে (এ), বায়েজিদ থানার মামলা নং- ৪২(১)১১, জি আর- ৬৯/১১ এ গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘ ১০ বছর পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয় দুর্ধর্ষ এই সন্ত্রাসী।
উল্লেখ্য, গিট্টু মানিক এর আগে ২০১১ সালের ১১ জুলাই নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে একে-৪৭ রাইফেল অস্ত্র ও দুই সহযোগীসহ গ্রেপ্তার হয়েছিল।