নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে মো. মহিম ওরফে মহিন (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে তুলাতলী গোয়ালপাড়া বস্তি এলাকায় গাঁজা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এ তথ্য জানান। গ্রেফতারের সময় মহিমের কাছ থেকে দুই কেজি ৭৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলেও জানান ওসি। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তুলাতলী গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় মহিমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরশাদ উল্লাহ (৫০) এবং মমতাজ বেগম (৪০) নামের আরও দুই মাদক কারবারি পালিয়ে যান। তাদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।