নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার কাজিরহাট ইউনিয়নে দুলা ভাইয়ের ঘুষিতে মুহাম্মদ আমীর (৩৫) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ২০ আগস্ট (শনিবার) সন্ধ্যা ৬.০০ টায় কাজিরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত আমীর পশ্চিম ভূজপুর মায়ার বাপের বাড়ির শামসুল আলমের পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার বিকালে কসাই সেলিম নামে এক মাংস ব্যবসায়ী নিহত আমীরকে স্থানীয় বাজারের মাংসের হাঁটে ডেকে নিয়ে যায়। এ সময় পাওনা টাকার লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কসাই সেলিম আমীরকে কিল, ঘুষি ও মারধর করে। এক পর্যায়ে আমীর মাটিতে লুটে পড়লে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত সেলিম ওরফে কসাই সেলিম আমীরের বড় বোনের স্বামী।
অপরদিকে, এটাকে স্বাভাবিক মৃত্যু বলে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় একটি চক্র। খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার রাত ৯ টায় ভূজপুর থানার ওসি হেলাল উদ্দীন ফারুকী বলেন, ‘যুবক মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছি। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’