বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যেখানেই মানবতার প্রয়োজন, সেখানেই উপস্থিত গাউসিয়ান তরুণরা

নিজস্ব প্রতিবেদক:

চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট খাজা রোড, চৌধুরী স্কুল এলাকায় ৪/৫ দিন ধরে মুমূর্ষু অবস্থায় পড়ে ছিল এক অজ্ঞাত ব্যক্তি। তার এক পা পঁচে গন্ধ বের হচ্ছে। তখন খলিফা গাউসিয়া কমিটির সদস্যরা তাকে সাবান-শ্যাম্পু দিয়ে গোসল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করিয়ে, হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

গতকাল সোমবার (২২ আগস্ট) খলিফা গাউসিয়া কমিটির সদস্যদের চোখে পড়ার পর চান্দগাঁও থানার মানবিক ওসি মোহাম্মদ মাইনুর রহমান কে ইনফর্ম করেন। অতি দ্রুত ফোর্স পাঠানোর পরে তা পর্যবেক্ষণ করে দেখলেন, ব্যক্তির অবস্থা এতোটা ভালো না। তখন
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর সাধারণ সম্পাদক মানবিক সেবা কর্মসূচির সহ-সমন্বয়ক মোহাম্মদ আব্দুল্লাহ এর সহযোগিতায় গাউসিয়া কমিটির এম্বুল্যান্স সেবা দিয়ে অজ্ঞাত সেই লোকটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বর্তমানে তিনি চট্রগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় হয়েছে। গাউসিয়া কমিটি খলিফা পাড়া শাখার মানবিক টিমের কর্মী সাজ্জাদ হোসেন, মোহাম্মদ ইমন, সাইফুল রহমান, তাহসিন বর্তমানে মেডিকেল রয়েছে।