নিজস্ব প্রতিবেদক:
আজকের এই দিনে, ইউরোপের সকল রাজারা একত্রিত হয়ে পবিত্রভুমি দখলের জন্য যুদ্ধ ঘোষনা করেন।
মাত্র দুবছর আগে হাট্টিনের যুদ্ধে খ্রিস্টান ক্রুসেডারদের পরাজিত করে জেরুজালেম দখল করে নেয় মহাবীর সালাহউদ্দীন আইয়ুবি। এরই জের ধরে ১১৮৯ সালের এই দিনে রাগে ক্ষোভে ইউরোপের সব রাজারা একত্রিত হয়ে যুদ্ধের ঘোষনা দেন। সালাহউদ্দীনের হাত থেকে তারা জেরুজালেম উদ্ধার করতে বদ্ধপরিকর।
ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপ, ও ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরি তাদের মধ্যকার বিবাদ অবসান করে ঐকজোট গঠন করে। সৈন্য জোগাড় করে তারা জেরুজালেম পুনরুদ্ধারে বেড়িয়ে পড়ে। অভিযানটি সফল হয় এবং আক্রে ও জাফার মত গুরুত্বপূর্ণ শহর দখল করা হয়। কিন্তু ক্রুসেডের মূল লক্ষ্য জেরুসালেম দখল করতে পারেনি। এবং তাদের শোচনীয় ভাবে পরাজয় বরণ করতে হয়।
ক্রুসেডাররা এশিয়া মাইনরের কাছাকাছি এলে সালাহউদ্দিনের প্রখর সমর বিদ্যার সামনে তারা পরাজিত হয়। সালাহউদ্দীনের পরিকল্পনায় তারা কাছের একটি নদীতে সলিল সমাধিস্থ হয়। আরও একবার জেরুজালেম দখলদারদের থেকে রেহাই পায়।