নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত কর্মীরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের মির্জা সফল প্রধান, ও ১৫-১৬ সেশনের শেখ রাসেল। এর মধ্যে মির্জা সফল সিক্সটি নাইন ও রাসেল সিএফসির কর্মী।
সোমবার (৫ সেপ্টেম্বর) ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা শাহজালাল হল ও আমানত হলে ছড়িয়ে পড়ে।
বিবদমান গ্রুপ দুটি হল সিএফসি ও সিক্সটি নাইন। সিএফসি গ্রুপটি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অন্য গ্রুপটি সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা প্রক্টরিয়াল বডি উপস্থিত আছি। পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি।