বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চমেক ছাত্রলীগের উদ্যোগে আ.জ.ম নাছির উদ্দিনের জন্মদিন পালিত

নিজস্ব সংবাদদাতা :

কেক কাটা, আলোচনা সভা, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ সহ নানা কর্মসূচির মাধ্যমে নান্দনিক চট্টগ্রামের রুপকার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনের শুভ জন্মদিন পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার হাবিব-শিমুল কার্যকরী কমিটি।

১৪ই অক্টোবর শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গণে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

খাবারের বিতরণ শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন নান্দনিক চট্টগ্রামের রুপকার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন তরুণ প্রজন্মের কাছে রাজনৈতিক বীর, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার আস্থার প্রতিক, মুজিব আদর্শের ফেরিওয়ালা, যার হাত ধরে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে লক্ষ লক্ষ মুজিব সেনা, বক্তব্য শেষে আ.জ.ম নাছির উদ্দিনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এসময় ডাঃ আল-আমিন ইসলাম শিমুল, ডাঃ মিনহাজ আরমান লিখন, ডাঃ সানি হাসনাইন প্রান্তিক, ডাঃ আসেফ বিন তাকি, ডাঃ মাহাদি বিন হাশিম, ডাঃ হাসিব রিফাত, ডাঃ ওয়াহেদ মুরাদ শাহীন, মাহমুদুল হাসান, ফয়সাল আহমেদ, মুকেশ রঞ্জন দে, আহাসান উল্লাহ, পল্লব বিশ্বাস, আহসানুল করিম মাহরুস, তৌহিদুল ইসলাম, তন্ময় হাসান রাব্বি, মাহফুজুর রহমান সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।