নিজস্ব প্রতিবেদক:
আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন বাংলাদেশ (একেএমবি)’র ওমান কেন্দ্রীয় পরিষদের আওতাধীন মিসফা শাখা কাউন্সিল সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মিসফা শাখার কাউন্সিল গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে ও সচিব এম নেজাম উদ্দিন আত্তারীর সঞ্চালনায় কুরআন তিলাওয়াত, নাতে রাসুল( দ:) ও পবিত্র খতমে গাউছিয়া শরীফ আদায়ের মাধ্যমে সভার ১ম অধিবেশন শুরু হয়।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্তিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক এম শফিউল আজম, বিশেষ অথিতি ছিলেন এইচ এম আবুল কালাম রেযা, প্রধান বক্তা ছিলেন এইচ এম জসিম উদ্দিন, বিশেষ বক্তা ছিলেন সাইফুল ইসলাম ফরহাদ ও মিজানুর রহমান। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইউনুস খান রুবেল।
পরে ২য় অধিবেশনে ৫ জন বিশিষ্ট নির্বাচন কমিশনের ঐক্যমতে এবং উপস্থিত সকলের সর্বসম্মতিতে মুহাম্মদ আবু সাঈদ চৌধুরীকে সভাপতি, মুহাম্মদ নেজাম উদ্দীন আত্তারীকে সাধারণ সম্পাদক ও রিয়াজুল করিম রানাকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ জন বিশিষ্ট মিসফা শাখা (২০২২-২০২৩) প্যানেল গঠিত হয়।
পরিশেষে মিলাদ- ক্বীয়াম, মুনাজাত ও তাবারুক গ্রহণের মাধ্যমে কাউন্সিল অধিবেশন সমাপ্ত হয়।