নিজস্ব প্রতিবেদক :
ইসলামী তরুণ পরিষদ এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপী আজিমুশশান সুন্নী কনফারেন্স এর ২য় দিনে ফ্রি খৎনা ক্যাম্প, চিকিৎসা ক্যাম্প, চক্ষু শিবির ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী আয়োজন করা হয়।
১০ ডিসেম্বর, (শনিবার) চান্দগাঁও থানাধীন ৪নং ওয়ার্ডস্থ, খলিফা পাড়া, ইসলামী তরুণ পরিষদ এর ব্যাবস্থাপনায় ও গাউসিয়া কমিটি বাংলাদেশ, খলিফা পাড়া ইউনিয়ন শাখা এর সহযোগিতা এই কনফারেন্স খলিফা পাড়া মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ নুরুল হক মানিকের সভাপতিত্বে ও এম. জে. মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন গাউসিয়া ফ্রি চিকিৎসা ক্যাম্পের প্রধান সমন্বয়ক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিক সেবা কর্মসূচির প্রধান সমন্বয়ক এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ মাঈনুর রহমান, মহানগর গাউসিয়া কমিটির স্বাস্থ্য সেবা বিষয়ক সম্পাদক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান বাবুল। আরোও উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ কামাল, মোহাম্মদ সরওয়ার জামান তারেক, মোহাম্মদ মাহাবু, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ জহুর আলম, মোহাম্মদ রাহেদ, বেলাল, মেহেদী, অপি, সানি, সাইমন প্রমুখ।