বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজয় দিবসে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি চট্টগ্রাম শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

৫২’তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৬ ডিসেম্বর) শুক্রবার সংগঠনটির দলীয় কার্যালয়ে মহানগর সেক্রেটারী হামেদ হাসান ইলাহী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মহানগর সহ-সভাপতি এডভোকেট আব্দুল মোতালেব।
এসময় প্রধান অতিথি বলেন, ৭১’সালে ১৬ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে আমরা একটি ভূখন্ড পেলেও আজ অবধি রাজনৈতিক , সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। রাজনৈতিক বিভাজন, হিংসাত্মক কর্মকাণ্ড ব্যক্তি কেন্দ্রিক ও এক দলীয় রাজনীতি, সংস্কৃতি আগ্রাসনের ফলে গণ মানুষের অধিকার ভূলুণ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ঐক্য, ইনসাফ ও গণ মানুষের অধিকার নিশ্চিত এর মাধ্যমে প্রকৃত বিজয় আনতে অঙ্গীকারাবদ্ধ।
এসময় আরো বক্তব্য রাখেন মহানগর অফিস সম্পাদক ওয়াহিদ মুরাদ চৌধুরী, চান্দগাঁও থানা সভাপতি নুরুল আবছার সহ মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দরা।