নিজস্ব প্রতিবেদক :
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৭ এর একটি টীম, নগরীর শাহ আমানত সেতু এলাকা হতে ১ লক্ষ পিস ইয়াবা সহ ৪ জনকে গ্রেফতার করে।
১৭ ডিসেম্বর শনিবার শহরে প্রবেশের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ ইলিয়াস (৪৫), ইমরান হোসেন রাসেল (২৪), মীর এরফানুল হক মারুফ (২৩), এবং সিএনজি ড্রাইভার গিয়াস উদ্দিন (২৮)
র্যাব-৭ জানায়, একটি সিএনজি যোগে নগরীর ফটিকছড়ি থেকে আসছিলেন তারা। এসময় পুর্বে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে, একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালায় র্যাব-৭। পরে সকাল সাতটায় , তল্লাশী চলাকালীন উক্ত আসামীরা আটক হন। পাওয়া যায় বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো, ও ব্যাগের ভিতর লুকানো ১ লক্ষ পিস ইয়াবা।
প্রাথমিক স্বীকারোক্তিতে আসামীরা জানান, মায়ানমার সীমান্তের মাদক কারবারীদের কাছ থেকে মাদক ক্রয় করতেন, তারপর বিক্রয় করতেন। অধিক লাভের আশায় চট্টগ্রাম মহানগরে উক্ত মাদক বিক্রয় করতে আসলে তারা আটক হন।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।