শাহ্ অহিদিয়া স্পোর্টস ক্লাব শীতকালীন ক্রীড়া উৎসব ২০২২-২৩ ( সিজন ০২ ) এর প্রতিনিধি সভা ও ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৫ ডিসেম্বর (রবিবার) সংগঠনটির কার্যালয়ে শাহ্ অহিদিয়া স্পোর্টস ক্লাবের আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে, মোঃ আলমগীর হোসেনের সঞ্চালানায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ্ অহিদিয়া স্পোর্টস ক্লাবের সদস্য মোঃ গিয়াস উদ্দিন, মোঃ ফোরকান, আব্দুল্লাহ্ আল মিজান, মোঃ সায়েম রেজা, মোঃ তারেক আজিজ, মোঃ সাইফুল্লাহ চৌধুরী, মোঃ আইয়ুব, নুরুল ইসলাম, মুছা সাকিব, মোঃ মিসকাত, আরফিন শোভ তুহিন, দিদারুল আলম, মোঃ তারেক প্রমুখ।
শাহ্ অহিদিয়া স্পোর্টস ক্লাব কার্যালয়ে সদ্য অনুষ্ঠিত প্রতিনিধি সভা ও ড্র অনুষ্ঠানে ক্রিকেট – ফুটবল – কাবাডি – ব্যাডমিন্টন ও হাঁস প্রতিযোগিতা সহ মোট পাঁচটি ইভেন্টের মধ্যে প্রাথমিকভাবে ক্রিকেট ও ফুটবল ইভেন্টের ড্র সম্পন্ন করা হয়।
এবারের শীতকালীন ক্রীড়া উৎসবে বৃহত্তর চট্টলার আনাচকানাচে হতে বিভিন্ন ক্রীড়া অঙ্গসংগঠন থেকে পাঁচ ইভেন্টে সর্বমোট ৩০ টি দল অংশগ্রহণ করেছে।
ক্রিকেট ও ফুটবলের জমজমাট আয়োজনের মধ্য দিয়ে আগামী ৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় মাঠে গড়াবে সিজন ০২ এর শীতকালীন ক্রীড়া উৎসব।