নিজস্ব প্রতিবেদক :
এক জরিপে জানা যায়, গেল বছর নেদারল্যান্ডের বিশ্বাসী পিতামাতারা তাদের সন্তানের জন্য দ্বিতীয় সর্বোচ্চ প্রিয় নাম বাছাই করেছেন “মুহাম্মদ” তালিকার প্রথম স্থানে আছে “নোয়াহ”(নুহ)
বার্তা সংস্থা টিআরটি এর বরাতের জানা যায়, ডাচ সোশাল ইন্সুরেন্স ব্যাংক এর এক জরিপে উঠে এসেছে এমনই এক তথ্য। ৬৭১ জন ডাচ পিতামাতা মুহাম্মদ নামটি বাছাই করেছেন। আরেক আব্রাহামিক ধর্মের নবী নুহ আঃ এর নামে নাম রেখেছেন ৮৭১ জন ডাচ অভিবাবক। এদিকে ইমা নামটি নারী শিশুর জন্য সর্বোচ্চ পছন্দের তালিকায় এসেছে
উল্লেখ্য, নেদারল্যান্ডের মত একটি খ্রিস্টান অধ্যুষিত দেশে এমন ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ডাচদের মাঝে।