বুধবার , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জমকালো আয়োজনে শাহ্ অহিদিয়া স্পোর্টস ক্লাবের শীতকালীন ক্রীড়া উৎসব’২৩ উদ্বোধন

শাহ্ অহিদিয়া স্পোর্টস ক্লাবের শীতকালীন ক্রীড়া উৎসব-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৩ জানুয়ারি (শুক্রবার) কর্ণফুলী উপজেলার শিকলবাহা ৪নং ওয়ার্ড খোকনের দোকান সংলগ্ন মাঠে শাহ্ অহিদিয়া স্পোর্টস ক্লাবের উপদেষ্টা নুরুল আবছার মামুনের সভাপতিত্বে এবং শাহ্ অহিদিয়া স্পোর্টস ক্লাবের সিনিয়র সদস্য মোঃ আলমগীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ অহিদিয়া ফাউন্ডেশন ও শাহ্ অহিদিয়া স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. মহিউদ্দিন মুরাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ অহিদিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা এম.এ রহিম, শিকলবাহা ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব, শাহ্ অহিদিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা হাবিবুর রহমান মিটু, মোঃ ইকবাল বাহার, মোঃ মারুফ, মোঃ আরমান এবং শাহ্ অহিদিয়া স্পোর্টস ক্লাব।
এতে আহ্বায়ক কমিটির মোঃ ফরহাদ হোসেন, গিয়াস উদ্দিন, মোঃ ফোরকান মধু, মোঃ জামাল, আব্দুল্লাহ্ আল মিজান, আব্দুল কাইয়ুম,মোঃ তারেক আজিজ, মোঃ জাবেদ, তারিকুল ইসলাম ফাহিম, মোঃ সাইফুল্লাহ, মোঃ আয়ুব ও ক্লাবের অন্যান্য সদস্যবৃদন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২য় বারের মতো এই আয়োজনে ক্রিকেট,ফুটবল,কাবাডি, ব্যাডমিন্টন, হাঁস প্রতিযোগীতায় প্রায় ৫০০ এর অধিক প্রতিযোগী অংশ নিচ্ছে।