বুধবার , ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুরআন পোড়ানোর সে স্থানেই কুরআনের সম্মানে কর্মসুচী তুর্কি মুসলিমদের

আজ সুইডেনের স্টকহোমের সেই তার্কিশ এম্বাসীর সামনেই কুরআনের সম্মানার্থে কর্মসুচী পালন করেছে তার্কিশ- সুইডিশ মুসলিম কমিউনিটি। তুর্কি মুসলিমরা সকলে এম্বাসীর সামনে জড়ো হয়ে কুরআন তিলাওয়াত,ফুল নিবেদন, সুইডিশ ভাষায় অনুদিত কুরআন বিলি ও কুরআনের তাফসীর বা ব্যাখামুলক বক্তব্যের মাধ্যমে এ কর্মসুচী বাস্তবায়ন হয়। এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ড।

এ নিয়ে ইউনিয়ন অফ ইন্টারন্যাশনাল ডেমোক্রেটস এর উজের ইকের এক তুর্কী মুখপাত্র জানান,” কুরআন পোড়ানো একটা বিদ্বেষপ্রসুত কাজ, যা সারা বিশ্বের মুসলিম এবং তুরস্ক সরকার কে টার্গেট করে করা হয়েছে, যার শান্তিপুর্ন প্রতিবাদ স্বরুপ আমরা সুইডিশ ভাষায় কুরআন বিলি করেছি ”

গত ২১ জানুয়ারী,মুসলিম বিদ্বেষী রাসমুস পালুদান এর কুরআন পোড়ানোর পর শুরু হয় তীব্র নিন্দার ঝড়। তারপরও এমন বিদ্বেষের পরিবর্তে শান্তিপুর্ন কর্মসুচীকে সুইডেনের গালে চপেটাঘাত মনে করছেন অনেকেই।