বুধবার , ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুরআন পোড়ানোয় নিন্দা ডেনমার্কের ইহুদী ও খ্রিষ্টান ধর্মীয় নেতাদের।

আন্তর্জাতিক :

রাসমুস পালুদান নামের ড্যানিশ সুইডিশ উগ্রবাদী নেতা কর্তৃক কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছেন ডেনমার্কের ইহুদি খ্রিস্টান নেতারা। ধর্মীয় বই পোড়ানোর সাথে স্বাধীনতার সম্পর্ক নেই বলে জানিয়েছেন ইহুদী খ্রিস্টান নেতারা।

পটার ফিশার মুলার, রস্কিল্ড জেলার সাবেক বিশপ। তিনি জানান ” পালুদান এমন একজন লোক যে শুধু মানুষকে উস্কে দিয়ে ফায়দা লুটতে চায়, আর সে খুব ভালো করেই জানে মুসলিমদের খেপিয়ে তুলতে হলে কুরআন পোড়ানোই সবচেয়ে কার্যকর পন্থা”
তিনি আরও বলেন ” পালুদান এর মত লোককে কখনই খুব বেশি গুরুত্ব দেয়া উচিত নয়, সবাইই তার ঘৃন্যতা সম্পর্কে জানে। তার কাজে প্রতিক্রিয়া জানানো মানে তাকে আরও গুরুত্ব দেয়া যা কখনই উচিত নয়”

এদিকে জাইর মেলকিউর নামে এক ড্যনিশ ইহুদী রাব্বী জানান “পালুদানের মত চিহ্নিত উগ্রবাদীকে সামনে আনা কখনই উচিত নয়, আমি মুসলিমদের সাধুবাদ জানাই তার কাজে প্রতিক্রিয়া না জানানোর জন্য,এটি আসলেইন প্রশংসার দাবি রাখে”।

উল্লেখ্য,, একটি জরিপ অনুজায়ী ৫০% সুইডিশ অপরাধ সংগঠিত হয় ধর্মীয় বিদ্বেষের কারনে, যার অধিকাংশই মুসলিম ও ইহুদীদের টার্গেট করে করা হয়।