বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পেসওয়ারে মসজিদে বোমা হামলা, নিহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক :

গতকাল পাকিস্তানের পেশওয়ারের একটি মসজিদে যোহরের নামাজে আত্নঘাতি বোমা হামলার ঘটনা ঘটে এতে এখনো অবধি ৬০ জন নিহত হয়েছে বলে জানা যায়।

গতকাল পেশওয়ারের কড়া নজরদারীতে থাকা একটি এলাকার মসজিদে জোহরের নামাজ পড়তে আাসেন মুসলিমরা। আঁততায়ী সামনের সারিতে ছিলো বলে ধারনা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দায়িত্বরত পুলিশরাই ছিলো মুল টার্গেট। নামাজের সময় পুলিশরা নামাজ পড়তে আসলে তখন বোমা বিস্ফোরিত হয়।

এতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, এছাড়াও জাতিসংখ মহাাচিব এতে নিন্দা জানিয়েছেন। সন্দেহের তীর তেহরিক ই তালিবানের দিকে হলেও এখনো দায় স্বীকার করেনি কেউই।