নিজস্ব সংবাদদাতা :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রাণিম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্দ্যেগে দিনব্যাপী ‘প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩’ শনিবার (২৫ ফেব্রুয়ারী) প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সব্বির রহমান সানির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান জনাব এইচ,এম,আবু তৈয়ব।
বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার (মুক্তা) ও ভাইস-চেয়ারম্যান এডঃ মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী (শাহীন)। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুচয়ন চৌধুরী। বক্তব্য রাখেন ফটিকছড়ি ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি আবু আহমদ,সহ-সভাপতি এ,এস,এম মিনহাজুল ইসলাম জসিম,সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন কাঞ্চননগর ইউপি চেয়ারম্যান কাজি মুহাম্মদ দিদারুল আলম,রোসাংগিরি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শোয়েব আল ছালেহী, সম্প্রসারণ উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন চন্দ্র পাল,উপসহকারি বাবু পরিতোষ চাকমা, এফএআই জনি নাথসহ বিভিন্ন ইউনিয়নের কৃত্রিম প্রজনন কর্মীগণও এলএসপিগণ।
প্রধান অতিথি তারঁ বক্তব্য বলেন, সোনার বাংলা বিনির্মানে ও প্রধানমন্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এক হয়ে কাজ করে যেতে হবে।