বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিদায়বেলায় দারুল উলুম শিক্ষার্থীদের ভিন্ন আমেজ! প্রত্যাশা পুন:মিলনের।

সাদ বিন মহসিন:

হবে কি আর দেখা! নাকি এই চিরবিদায়! মাদরাসা শিক্ষার্থীদের বিদায় টা হয় একটু অন্যরকম। স্কুলের শিক্ষার্থীরা যখন হাজারো রঙের তামাশা মিশিয়ে নিজেদের বিদায়বেলা সাজাতে ব্যস্ত তখন ভিন্ন এক পরিবেশে নিজেদের বিদায়বেলা সাজিয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল উলুম কামিল মাদরাসার দাখিল-২০২৩ সালের শিক্ষার্থীরা।

সকলের সবর উপস্থিতি ও শিক্ষকদের প্রাণমুগ্ধকর উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রামের দারুল উলুম কামিল মাদরাসার দাখিল-২০২৩ সালের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল। বিদায়বেলায় ভিন্ন এক আমেজে মাদরাসাকে বরণ করে নেয় শিক্ষার্থীরা। উচ্ছ্বসিত আমাজে অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকল শ্রেণীর শিক্ষার্থীরা।

মাদরাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মুহসিন ভূইয়ার সভাপতিত্বে ও ছাত্রদের মিলিত সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় মো: হাসনাইন আবিরের মনোমুগ্ধকর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। পরে ছাত্রদের পক্ষ থেকে শহীদুল ইসলাম ওয়ালীদের হৃদয়গ্রাহী অনুভূতি প্রকাশ ও শিক্ষকদের নির্দেশনামূলক বক্তব্যে সর্বশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয় অনুষ্ঠানের কার্যাবলি।