বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মানুষের ঈমান আক্বিদা সংরক্ষণে মাদরাসা শিক্ষার বিকল্প নেই।

নিউজ ডেস্ক

নৈতিকতা শিক্ষার জন্য মাদ্রাসায় পড়ালেখা ছাড়া কোন বিকল্প নেই। শুধু মাদরাসায় পড়াশোনা করলেই হবে না৷ নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।মানুষের ঈমান আক্বিদা সংরক্ষণে মাদরাসা শিক্ষার বিকল্প নেই।

রোববার(১৯ মার্চ) তাহেরিয়া সাবেরিয়া সুন্নি মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের ঈমান আক্বিদা সংরক্ষণে মাদরাসা শিক্ষার বিকল্প নেই। মাদরাসা শিক্ষার মধ্যেই মূলত মানুষের কল্যাণে প্রয়োজনীয় সার্বিক বিষয়ে শিক্ষার ব্যবস্থা রয়েছে। আলেমগণ মাদরাসা মসজিদে আদর্শ জাতি গঠন শৃঙ্খলাময়ী সমাজ বিনির্মাণ পরস্পরের প্রতি সৌহার্দ্য ভালোবাসা সহযোগিতা ও সহমর্মিতার শিক্ষা দেয়।

বক্তব্যে কাউন্সিলর মোবারক আলী বলেন, এ এলাকায় এটি একটি আধুনিক মডেল মাদ্রাসা, আরো আধুনিকায়ন করতে সকল সহযোগীতায় পাশে থাকবেন। নৈতিকতা শিক্ষার জন্য মাদ্রাসায় পড়ালেখা ছাড়া কোন বিকল্প নেয়।

আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মহাসচিব সৈয়দ মুহাম্মদ মছিহুদৌলা সভাপতিত্বে ও
মাদ্রাসার পরিচালক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল নোমান রনি সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড চট্টগ্রাম সিটি করপোরেশন কাউন্সিলর মুহাম্মদ মোবারক আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মুজিবুল হক সহকারী অধ্যাপক সমাজ বিজ্ঞান বিভাগ চট্টগ্রাম কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল হামিদ শিক্ষা অফিসার পাঁচলাইশ থানা, প্রাথমিক বিদ্যালয় অফিসার, চট্টগ্রাম।

এসময় উপস্থিত ছিলেন
সুন্নি নূরানী বোর্ড বাংলাদেশ চেয়ারম্যান মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রজবী, চট্টগ্রাম মোজাহেদ আয়ুর্বেদীয় কলেজের প্রভাষক ড. নাছির আহম্মদ মুজিবুর হক, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম।