বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে- বাবর

নিউজ ডেস্ক:

আলকরণ ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরের স্টেশন রোডে ইফতার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মোহাম্মদ দেলোয়ারের সভাপতিত্বে ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা ইফতেখার আলম রিপনের সঞ্চালনায় এ ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

প্রধান বক্তা ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু।

এ সময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, মানুষ মানুষের জন্য, আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে, সামর্থ্য অনুযায়ী গরীব, দুঃখী ও মেহনতি মানুষকে সাহায্য করতে হবে, এটা আমার নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী আমাদের শিখিয়ে গেছেন।

দান করার জন্য প্রয়োজনে বিত্তশালীদের মাঝে প্রতিযোগিতা হোক, এতে গরীব ও মেহনতি মানুষ উপকৃত হবে।

মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু বলেন, স্বেচ্ছাসেবক লীগ মানবিক কাজে উদাহরণ সৃষ্টি করেছে, মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেকটা নেতাকর্মী যার যা আছে তা নিয়ে মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে।

এতে আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মনোয়ার জাহান মণি, রিয়াজউদ্দীন বাজার আড়তদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক শিবলী, খোরশেদুল আলম, সমর খাস্তগীর, ব্যবসায়ী রশিদ চৌধুরী, সেলিম উদ্দীন, তোতা মিয়া, ব্যবসায়ী মাসুম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম, চবি ছাত্রলীগের সহ সভাপতি আবদুল মুবিন বাবর, মো. দিদার, কুতুবউদ্দিন রানা, কোতোয়ালি থানা ছাত্রলীগের যোগাযোগ সম্পাদক ইয়াছির আরফাত রিকু, মো. রিদওয়ান, রিপম মিয়া, বিজয় দাস, হৃদয়, তানবীর, সম্রাট চৌধুরী, রুমেল খান, সৌরভ প্রমুখ।