চট্টলা সংবাদ প্রতিবেদন :
পেরুতে চলতি বছরের প্রথম চার মাসে প্রায় ৩ হাজার ৪০৬ নারী নিখোঁজ হয়েছেন। সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশটির ন্যায়পালের কার্যালয় এ তথ্য জানিয়েছে। খবর ডন।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের প্রথম চার মাসে সংশ্লিষ্ট দপ্তরে ৩ হাজার ৪০৬ নারী নিখোঁজ হওয়ার অভিযোগ জমা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৯০২ জনকে খুঁজে পাওয়া গেছে, বাকিরা এখনো নিখোঁজ।
এ পরিস্থিতিকে পেরুর জন্য আসন্ন বিপদ হিসেবে দেখছেন ন্যায়পালের ডেপুটি ইসাবেল অরটিজ। তিনি বলেন, ‘প্রায় সাড়ে তিন কোটি জনসংখ্যার দেশটিতে এ ধরনের ঘটনা মোকাবেলায় রাষ্ট্র যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।’ এর আগেও ব্যাপকসংখ্যক নিখোঁজের ঘটনা ঘটে পেরুতে। ২০২২ সালে ৫ হাজার ৩৮০ জনের অধিক নারী নিখোঁজ হন। যাদের বেশির ভাগই শিশু ও কিশোরী। তবে ওই সংখ্যা ২০২১ সালের চেয়ে ৯ দশমিক ৭ শতাংশ কম।
নিখোঁজের ঘটনায় যথেষ্ট তদন্ত হয় না বলে অভিযোগ বিভিন্ন সংস্থার। তাদের মতে, পুলিশ ও প্রসিকিউটর অফিস অনেক মামলার পর্যাপ্ত তদন্ত করে না। অপহরণের মতো ঘটনাকে গুরুত্ব দেয়া হয় না। বরং মনে করা হয় ওই নারীরা স্বেচ্ছায় পালিয়ে গেছেন।
চট্টলা সংবাদ/১৩ জুন ২০২৩/এস আই