বুধবার , ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মেসির পায়ের চিহ্ন পড়বে না আর বিশ্বকাপের মঞ্চে

 

কাতার বিশ্বকাপ জয়ের পরই লিওনেল মেসির কথায় আঁচ পাওয়া গিয়েছিল পরের বিশ্বকাপও খেলতে পারেন তিনি। মেসির সেসব কথায় আশায় বুক বেঁধেছিলেন মেসির সমর্থকেরা। তবে তাঁদের সেই স্বপ্ন ভেস্তে যাচ্ছে। আর্জেন্টাইন জাদুকরের পা যে আর পড়বে না বিশ্বকাপের মঞ্চে।

এশিয়া সফরের অংশ হিসেবে আর্জেন্টিনা দল এখন আছে চীনের রাজধানী বেইজিংয়ে। সেখানে ১৫ জুন বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই ম্যাচের আগে চীনা সংবাদমাধ্যম টাইটনের সঙ্গে আগামী বিশ্বকাপ খেলা নিয়ে কথা বলেছেন মেসি। সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা বলেছেন, ২০২৬ সালের বিশ্বকাপে তিনি খেলবেন না।

টাইটানকে দেওয়া সাক্ষাৎকারে মেসিকে ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে মেসি বলেছেন, ‘আমার মনে হয় না। এটা (কাতার বিশ্বকাপ) ছিল আমার শেষ বিশ্বকাপ। আমি দেখব, বিষয়গুলো কীভাবে এগোচ্ছে। তবে নীতিগত সিদ্ধান্ত হচ্ছে, আমি পরের বিশ্বকাপে খেলতে যাচ্ছি না।’