বুধবার , ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৭ গ্রাম পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

 

চট্টলা সংবাদ প্রতিবেদন:

রুশ নিয়ন্ত্রণ থেকে ৭টি গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। চলতি সপ্তাহে শুরু হওয়া এই হামলায় সফলতা পাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। কিয়েভের দীর্ঘ প্রত্যাশিত পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেনীয় সেনারা দেশটির দক্ষিণ-পূর্বে প্রায় ১০০-কিমি (৬০ মাইল) ফ্রন্ট বরাবর রুশ বাহিনীর কাছ থেকে সাতটি গ্রাম পুনরুদ্ধার করেছে বলে ইউক্রেন সোমবার (১২ জুন) জানিয়েছে।

সোমবার রাতে দেওয়া এক ভিডিও ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বৃষ্টি ও প্রচণ্ড লড়াই সত্ত্বেও ইউক্রেনীয় বাহিনী যুদ্ধক্ষেত্রে অগ্রগতি অর্জন করছে। তিনি বলেন, ‘মারাত্মক যুদ্ধ হচ্ছে, কিন্তু এরপরও আমাদের বাহিনী এগিয়ে যাচ্ছে এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। শত্রুর ক্ষয়ক্ষতিই আমাদের প্রয়োজন।’

ইউক্রেনের উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার সোমবার গভীর রাতে এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, ইউক্রেনীয় বাহিনী মোকরি ইয়ালির প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে লেভাদনে ও নভোদারিভকা এবং সেইসাথে জাপোরিঝিয়া শহরের দক্ষিণ-পূর্বে লবকোভ গ্রাম পুনরায় দখল করেছে।

মালিয়ার বলেন, সৈন্যরা মোট ৬.৫ কিলোমিটার অগ্রসর হয়েছে এবং ৯০ বর্গ কিলোমিটার (৩৫ বর্গমাইল) এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে। পুনরুদ্ধার করা অঞ্চলটি ৪০ হাজার বর্গমাইলের একটি অংশ যা রাশিয়ার দখলে রয়েছে।

এর আগে গত রবিবার ইউক্রেন জানায়, তার বাহিনী দেশের দক্ষিণ দিকে অগ্রসর হয়ে মোকরি ইয়ালি বরাবর তিনটি গ্রাম রাশিয়ার দখলদারিত্ব থেকে মুক্ত করেছে। ওই তিনটি গ্রাম হচ্ছে- ব্লাহোদাত্নে, নেসকুচনে এবং মাকারিভকা। তবে যুদ্ধক্ষেত্রের এসব দাবি যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে মস্কো এখনও আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের কোনও সাফল্য স্বীকার করেনি। কিন্তু রাশিয়ান সামরিক ব্লগাররা বলেছেন, ইউক্রেনীয় বাহিনী প্রকৃতপক্ষে ব্লাহোদাত্নে, নেসকুচনে এবং মাকারিভকাকে নিজেদের দখলে নিয়ে গেছে এবং রুশ বাহিনীকে আরও দক্ষিণ দিকে ঠেলে দিয়েছে। সূত্র: রয়টার্স

চট্টলা সংবাদ/১৩ জুন ২৩/ এস আই