বৃহস্পতিবার , ১৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করতে চায় জামায়াত

 

চট্টলা সংবাদ প্রতিবেদন:

সরকারের কঠোর অবস্থানের কারণে দীর্ঘদিন ধরেই রাজনীতির মাঠে কোণঠাসা জামায়াতে ইসলামী। ঘরোয়া মিটিং ও বিভিন্ন ইস্যুতে আচমকা ঝটিকা মিছিল ছাড়া রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে তেমন কোন কার্যক্রম নেই দলটির। তবে ২৪ সালের জাতীয় নির্বাচন ঘিরে আবারো প্রকাশ্যে মাঠে নামার আভাস দিয়েছে দলটি।

এরই অংশ হিসেবে, ১৫ জুলাই ১০ দফা দাবিতে সিলেট সাব-রেজিষ্ট্রার মাঠে সমাবেশের অনুমতি চেয়ে বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কাছে আবেদন করেছে জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা।

আজ বুধবার (৫ জুলাই) বিকেলে পাঁচ সদস্যের প্রতিনিধি দল জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সেক্রেটারি মো. শাহজাহান আলী স্বাক্ষরিত আবেদনপত্রটি এসমপিতে জমা দিয়েছেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সেক্রেটারি মো. শাহজাহান আলী।

এসময় তার সাথে ছিলেন- সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, সিলেট বারের সিনিয়র আইনজীবী আজিম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল খালিক।

জামায়াতের আবেদনে উল্লেখ করা হয়, কেন্দ্র-ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম ওলামার মুক্তিসহ ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৫ জুলাই শনিবার দুপুর ২টায় সিলেট সাব-রেজিষ্ট্রার মাঠে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচি আমরা সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

তবে জামায়াতের সমাবেশের আবদনের বিষয়ে এখনো কিছু জানেন না বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার ইলিয়াছ শরীফ।

চট্টলা সংবাদ/৫জুলাই/আদা