বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন

চট্টলা সংবাদ:

 

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে যে কথা বলেন তা বাস্তবায়ন করেন। তাই আগামী ৩০ জুলাই শেখ হাসিনার মনোনীত সংসদসদস্য প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।

শুক্রবার (১৪ জুলাই) বিকালে নগরের নাসিরাবাদ এলাকার তুলাতুলি মাদ্রাসা সংলগ্ন মাঠে যুব-মহিলালীগের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম ১০ আসনে উপ- নিবার্চনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত সংসদসদস্য প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নৌকার সমর্থনে আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের নিদের্শনায় এ সমাবেশের আয়োজন করে তারা।

যুব- মহিলা লীগের নেত্রী নাহিদা ইয়ামিন সোনিয়া আজাদের সভাপতিত্বে আয়োজিত মহিলা সমাবেশে নৌকা মার্কার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, আমি আপনাদেরই লোক, এ জনপদে আমার বাসস্হান, সকাল হলে আপনাদের দেখি রাতে হলে আপনাদের সাথে দেখা-শুনা, কথা-বার্তা, চলা-ফেরা উঠা-বসা সুতরাং আমার চাওয়া-পাওয়া আপনাদের দোয়া- ভালোবাসা আর ৩০ তারিখ সারাদিন আপনার ভোটটি নৌকায় দিয়ে আমাকে জাতীয় সংসদে পাঠাবেন। তারপর দায়িত্ব আমার। আমি আপনাদের সেবায় সারাজীবন থাকব। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হয়ে কাজ করব সে দোয়া চাই।

সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য সাবেক প্যানেল মেয়র মোঃ হোসেন, আহমেদুর রহমান ছিদ্দিক বাবু, সদস্য আমিনুল হক, মশিউর রহমান দিদার, তরুন আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, চট্টগ্রাম মহানগর স্বেছাসেবকলীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, নগর যুবলীগের সিনিয়ার সহসভাপতি নুরুল আনোয়ার, হেলাল উদ্দীন, আবু নাসের চৌধুরী আজাদ, কাউন্সিলার মোরশেদ আলম, মহিলা কাউন্সিলার জেসমিন পারভীন জেসী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা হাবিবুর রহমান তারেক, আওয়ামী লীগ অহিদ চৌধুরী মুক্তি, মাহফুজুর রহমান বাবুল, শাহীনুর রহমান, কামাল উদ্দীন, আসাদ সর্দার, যুবমহিলালীগের ইসরাত জাহান, কানিস আহমেদ প্রমুখ।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট