বৃহস্পতিবার , ১৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্যার মধ্যেও ডাকাত আতঙ্ক, ঘুম হারাম বানভাসি মানুষের

 

চট্টলা সংবাদ প্রতিবেদন:

ভয়াবহ বন্যা কবলিত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে গতকাল রাতে ছড়িয়ে পড়ে ডাকাত আতঙ্ক। এলাকায় ডাকাত আসার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে যায়। ইঞ্জিন চালিত বোট নিয়ে এলাকায় ডাকাত আসছে এমন খবর প্রচার করা হয় মসজিদের মাইকেও। ফলে বানভাসি মানুষের মধ্যে তৈরি হয় ডাকাত আতঙ্ক। তবে বিষয়টিকে গুজব বলেছে পুলিশ

বুধবার ( ৯ আগস্ট) দিবাগত রাত ১টার পরপরই বন্যা কবলিত সাতকানিয়া উপজেলার চরতী,বিল্লা পাড়া,ভোয়ালিয়া পাড়া,ছিটুয়া পাড়া,সামিয়ার পাড়াসহ বিভিন্ন এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওইসব এলাকার মসজিদের মাইকে  তৎক্ষনাৎ প্রবেশের কথা জানিয়ে সবাইকে সচেতন থাকার ঘোষণা দেওয়া হয়। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মানুষের চিৎকার-চেঁচামেচির শব্দও শোনা গেছে।

উপজেলার ঢেমশা ইউনিয়নের বিল্লা পাড়ায় ডাকাতি করতে এসে বেশ কয়েকজন জনতার হাতে আটক হয়েছে–এমন ছবিও ছড়িয়ে গেছে ফেসবুকে। চরতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা. রেজাউল করিমের বাড়িতে ডাকাত প্রবেশ করার কথাও শোনা গেছে।

এ ব্যপারে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতকাল রাত থেকে ডাকাতের খবর পেয়ে ৪টি জায়গায় পুলিশ পাঠানো হয়, তবে কোন ডাকাতের অস্তিত্ব পাওয়া যায়নি। এসময় ডাকাতির বিষয়টিকে গুজব ছড়ানো হয় বলে জানান।