বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্যাকবলিত মানুষের পাশে জামায়াত আমীর

চট্টলা সংবাদ প্রতিবেদন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান চট্টগ্রাম-১৫ সংসদীয় আসন সাতকানিয়া-লোহাগাড়ায় স্মরণকালের ভয়াবহতম বন্যা পরিস্থিতি পরিদর্শন ও ত্রাণ সহায়তা প্রদানকালে বলেছেন,”জামায়াত অসহায় মানুষের সেবায় আগেও ছিলো, এখনো আছে,ভবিষ্যতেও কাজ করে যাবে।বিপদগ্রস্থ মানুষের পাশে থেকে মানবিক সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। কিন্তু সরকার এখনো পর্যন্ত বন্যাপীড়িত অসহায় মানুষের পাশে দাড়ায়নি।দুর্গত এলাকায় খাদ্য নেই,ঘুমানোর জায়গা নেই,বিদ্যুৎ নেই,পানীয় জলের অভাবে সর্বত্র আজ হাহাকার। এই চরম মুহূর্তে জামায়াত কর্মীদের সর্বোচ্চ ত্যাগ ও কুরবানী দিয়ে অসহায় মানুষের পাশে দাড়াতে হবে। তিনি অবিলম্বে সাতকানিয়া-লোহাগাড়াকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনসহ সবধরনের সহায়তা দেওয়ার জন্য সরকার দেশী-বিদেশী সংস্থা ও সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংগঠনের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য জাফর সাদেক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এসএম লুৎফর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া,জেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুহাম্মদ নাছের, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবির সভাপতি আলী হোসাইন,সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, বাঁশখালী উপজেলা আমীর ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, সাতকানিয়া উপজেলা সেক্রেটারি মুহাম্মদ তারেক হোসাইন, লোহাগাড়া উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালামসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।