বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির অনূর্ধ্ব-১৩ ফুটবল দলের জার্সি উন্মোচন ও অনুশীলন ক্যাম্প উদ্বোধন

চট্টলা সংবাদ প্রতিবেদন:

দক্ষিণ চট্টগ্রামের খেলোয়াড় তৈরীর কারখানাখ্যাত কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির অনূর্ধ্ব-১৩ ফুটবল দলের জার্সি উন্মোচন ও অনুশীলন ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির সভাপতি এম এ রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির অফিসিয়াল স্পন্সর প্রতিষ্ঠান কোরিয়া তাইয়ং কনস্ট্রাকশন কোম্পানি প্রতিনিধি কোরিয়ান নাগরিক মি. কিম বাইন সাব।

এসময় আরো উপস্থিত ছিলেন কালারপোল হাজী ওমরা মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ সেন, কনস্ট্রাকশন প্রতিনিধি মোঃ মামুন, কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির সিনিয়র সহ-সভাপতি মোঃ ওয়াসিম, টিম ম্যানেজার মোঃ ফরহাদ হোসেন, সহকারী টিম ম্যানেজার শহিদুল ইসলাম রনি, কর্মকর্তা মোঃ বাদশা, সদস্য দিদারুল ইসলাম মামুন, তৌহিদুল ইসলাম রুবেল, তৌহিল ইসলাম জনি, ইফতেখার ইরফাত, বোরহান উদ্দিন তুহিন, ইমরান হোসেন, রাফাত মাহমুদ প্রমুখ।