বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নানা আয়োজনে আলো পোর ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টলা সংবাদ প্রতিবেদন:

চট্টগ্রামের সাতকানিয়ায় সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

১৮ আগস্ট (শুক্রবার) সাতকানিয়া কাঞ্চনা কমিউনিটি সেন্টার হলরুমে এ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির পরিচালক কাজী জিহাদুল ইসলাম সভাপতিত্বে ও আতিকুল ইসলাম আতিক সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী। এতে বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আরিফুল ইসলাম। এরপর আলোচনা সভা, অতিথি সম্মাননা, সদস্য সম্মাননা ও চট্টগ্রামের বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মাননা সনদ প্রদান মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী জিহাদুল, মোঃ রিদুয়ান হোছাইন , মোহাম্মদ রবিউল, রাহান উদ্দিন , আরিফুল ইসলাম আবিদ, মোহাম্মদ সাজাদ, মিনহাজ ইসলাম, ইফতাকুল আলম শাওন, আশরাফ, মহিউদ্দিন ইসলাম, আবদুল্লাহ আল জুনায়েদ প্রমুখ।