চট্টলা সংবাদ প্রতিবেদন:
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারের কারণে
অপহরণ কারীরা সুবিধা করতে না পেরে শিশুটিকে ২ নাম্বার গেইট এলাকায় ছেড়ে দেয়। পরে পুলিশ সেখান থেকে উদ্ধার করে পাঁচলাইশ থানায় নিয়ে আসে।পরে শিশুটিকে তার মা- বাবর কোলে ফিরিয়ে দেয় পাঁচলাইশ থানা পুলিশ।
৪সেপ্টেম্বর সকালে চট্টগ্রামের মোহরা ৫নং ওয়ার্ডের নুর আহমদ সওদাগরের বাড়ি এলাকায় খেলতে গিয়ে বাড়ির পাশ থেকেই নিখোঁজ হয় শিশু আবদুল্লাহ।
অনেক খোঁজাখুজির পর আশেপাশের বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরার ছবিতে দেখা যায় শিশুটি এক বোরকা পরিহিত মহিলার পেছন পেছন দৌড়াচ্ছেন, আরেক ছবিতে দেখা যায় রিক্সা নিয়ে ঐ নারী শিশুটিকে নিয়ে পালাচ্ছে। এরপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছেনা ৩ বছর বয়সী ঐ শিশুটিকে।
অপহরণকৃত নারীটিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
অপরাধীকে দ্রুত খুুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।