চট্টলা সংবাদ :
শাটল ট্রেনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)
ক্যাম্পাসে ফেরার সময় পড়ে থাকা গাছের ধাক্কায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারীর ফতেয়াবাদের চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
আহতের ফতেয়াবাদ ক্লিনিকসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
ট্রেনে থাকা শিক্ষার্থীরা জানিয়েছেন, ওই শিক্ষার্থীরা ট্রেনের ছাদে চড়ে ক্যাম্পাসে ফিরছিলেন।
শাটলে থাকা সংবাদকর্মী ইয়াসিন আরাফাত জানান, গাছের ধাক্কায় কয়েকজন শিক্ষার্থী নিচে পড়ে গিয়েছেন বলে জেনেছি। কয়েকজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
তিনি নিজে অ্যাম্বুলেন্সে করে গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
অন্যদিকে প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী রফিকুল ইসলামও কয়েকজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।