বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডের ঝরনায় আইআইইউসি ছাত্রের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম সংবাদ প্রতিবেদন:

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার বাঁশবাড়িয়া বিরাশি ঝরনার পানিতে ডুবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসির) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ওই শিক্ষার্থী মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই শিক্ষার্থীর নাম একেএম নাইমুল হাসান শুভ (২২)। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ডিবিএর ডি সেকশন তৃতীয় সেমিস্টারের অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত ছিলেন ।

জানা গেছে, তিনি নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলী নাথ পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

নিহত নাইমুল হাসানের বন্ধু আজহারুল হক ভূঁইয়া বলেন, আমরা ৪ বন্ধু গিয়েছিলাম। সবাই গোসল করতে নামি। তবে নাইমুল সাঁতার জানতো না। সে একটি বড় গর্তে পড়ে ডুবে যায়। তারপর উপায় না পেয়ে ৯৯৯ এ ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার মরদেহ উদ্ধার করে।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ ভূঁইয়া বলেন, নিখোঁজ হওয়া পর্যটক উদ্ধার হয়েছে। সে বড় গর্তে তলিয়ে গেছিল। সাঁতার না জানায় উঠতে পারেনি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।